এম এ মান্নান কাছ থেকে টাকা বিনিময় কাজ আনা যায় বলে দাবী করেছেন তেঘরিয়া গ্রামের বাসিন্দা লিটন আহমদ তালুকদার

 



এম এ মান্নান কাছ থেকে টাকা বিনিময় কাজ আনা যায় বলে দাবী করেছেন তেঘরিয়া গ্রামের বাসিন্দা লিটন আহমদ তালুকদার 

উনি যুক্তরাষ্ট্র প্রবাসী, উনার নিজ গ্রামে জুম্মা নামাযের পর গ্রামের জনসাধারণ কাছে দাবী করেন এই দুইটি প্রজেক্ট ফাস করানো যাবে, এমপি  মহোদয় কাছ থেকে।  আমাদের গ্রাম থেকে ৪ লক্ষ টাকা আর সৈয়দপুর গ্রাম থেকে ৫ লক্ষ টাকা দিলে কাজ করানো যাবে, উনি নিজে এই টাকা তুলবেন? আমার প্রশ্ন হচ্ছে উনি কোনো জনপ্রতিনিতি না, উনি কিভাবে কাজ করাবেন? সরকারী কোনো উন্নয়ন কী জনগণের কোনো চাদা দিতে হয়? উনার কাছে আমার প্রশ্ন? 


দ্বিতীয়ত এই প্রজেক্ট কাজ তো ফাস হয়ে গেলো! টাকা কী লাগছে লিটন তালুকদার সাহেব। এত সাহস হয়নি আপনার  সৈয়দপুর বাসীদের কাছ থেকে মিথ্যা কথা বলে চাদা নিবেন, এই গ্রামের মানুষ এত বোকা না। 


ধন্যবাদ জানায়, ৩নং ওয়ার্ড মেম্বার সৈয়দ আলাউর সাহেব কে, সৈয়দপুর সাধারণ পাঠাগারে সৈয়দপুর বাসীদের সামনে সুন্দর ভাবে চোর বাটপারদের দুর্নীতি তুলে ধরার জন্য। 


এই অঞ্চলের চেয়ারম্যান ও মেম্বার রাজনীতিবিদ সকলের সাথে কথা বলে যেটি বুঝলে পারলাম এইসব বাটপারি ছাড়া আর কিছু না। 


কিছুদিন ধরে লিটন তালুকদার দাবী করছেন উনি এই কাজ করাচ্ছেন! উনি কোন জনপ্রতিনিধ না ! উনার মাধ্যমে কোনো উন্নয়ন কাজ সরকার করবে না। তা হলে তো নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বার দরকার নেই উনি সব করে দিতে পারবেন। 


উনি আবারো বিভিন্ন জায়গা টাকা চাচ্ছেন কাজ করিয়ে দিবেন বলে। 

সাবধানে থাকুন সরকারি কোনো উন্নয়নমূলক  কাজ জনগণের কাছ থেকে চাদা নিবে না সরকার। 


তেঘরিয়া গ্রাম অনেক রাজনীতিবিদ আছেন উনারা বিভিন্ন স্থানে আছেন! উনাদের দৃষ্টি আকর্ষণ করছি এইসব বাটপার চিটারদের 

সাবধান করে দিন, তা না হলে ভবিষ্যতে তাদের জন্য মান সম্মান হারাতে পারেন।



Comments

Popular posts from this blog

আমার প্রানপ্রিয় গ্রাম সৈয়দপুরের ইতিহাস।

Pi Network