Posts

Showing posts from 2020

আমার প্রানপ্রিয় গ্রাম সৈয়দপুরের ইতিহাস।

Image
আমার প্রানপ্রিয় গ্রাম সৈয়দপুরের ইতিহাস। বৃহত্তর সিলেটের পশ্চিমাংশে ধানের দেশ,ভাটির দেশ নামে খ্যাত সুনামগঞ্জ অতিপরিচিত একটি নাম। এরই একপ্রান্ত জুড়ে নিজস্ব স্বকীয়তা নিয়ে অবস্থান করছে ঐতিহ্যবাহী জনপদ সৈয়দপুর। সৈয়দপুরের রয়েছে অনেক ইতিহাস। গ্রামের পুর্ব নাম ছিল কৃষ্ণপুর। পরবর্তীতে হযরত শাহ জালাল (রহ:) এর অন্যতম সৈয়দ শাহ শামসুদ্দিন (রহ:) তাঁরই নামানুসারে এ গ্রামের নামকরণ করা হয় সৈয়দপুর। এখানে আজও তিনি চিরনিদ্রায় শায়িত। তখনকার সৈয়দপুরের সাথে কৃষ্ণপুর ছাড়াও একত্রিত হয় গোয়ালগাঁও,হীরণপুর, গয়গড়,একাকামলক্ষ্মী। ১৩০৩ সালে হযরত শাহ জালাল (রহ:)-এর সিলেট আগমন কালে তাঁর সাথে ৩৬০ আউলিয়ার মধ্যে উল্লেখযোগ্য বয়োবৃদ্ব্ব সহচর ছিলেন সৈয়দ আলাউদ্দিন (রহ:)। হযরত সৈয়দ আলাউদ্দিন (রহ:) এর চারপুত্র ছিলেন। তারা তাঁর সাথে সিলেটে আসেন। তাদের মধ্যে হযরত সৈয়দ শাহ শামসুদ্দিন (রহ:) আতুয়াজান পরগণার কৃষ্ণপুর আগমন করেন। যা আজকের সৈয়দপুর। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা এক সময় ছিল পৃথক একটি রাজ্য। ভৌগলিক ও রাজনৈ্তিক ধারাবাহিকতায় বর্তমানে এটি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য উপজেলা। সেখানে সৈয়দপুর