Posts

Showing posts from 2023

এম এ মান্নান কাছ থেকে টাকা বিনিময় কাজ আনা যায় বলে দাবী করেছেন তেঘরিয়া গ্রামের বাসিন্দা লিটন আহমদ তালুকদার

Image
  এম এ মান্নান কাছ থেকে টাকা বিনিময় কাজ আনা যায় বলে দাবী করেছেন তেঘরিয়া গ্রামের বাসিন্দা লিটন আহমদ তালুকদার  উনি যুক্তরাষ্ট্র প্রবাসী, উনার নিজ গ্রামে জুম্মা নামাযের পর গ্রামের জনসাধারণ কাছে দাবী করেন এই দুইটি প্রজেক্ট ফাস করানো যাবে, এমপি  মহোদয় কাছ থেকে।  আমাদের গ্রাম থেকে ৪ লক্ষ টাকা আর সৈয়দপুর গ্রাম থেকে ৫ লক্ষ টাকা দিলে কাজ করানো যাবে, উনি নিজে এই টাকা তুলবেন? আমার প্রশ্ন হচ্ছে উনি কোনো জনপ্রতিনিতি না, উনি কিভাবে কাজ করাবেন? সরকারী কোনো উন্নয়ন কী জনগণের কোনো চাদা দিতে হয়? উনার কাছে আমার প্রশ্ন?  দ্বিতীয়ত এই প্রজেক্ট কাজ তো ফাস হয়ে গেলো! টাকা কী লাগছে লিটন তালুকদার সাহেব। এত সাহস হয়নি আপনার  সৈয়দপুর বাসীদের কাছ থেকে মিথ্যা কথা বলে চাদা নিবেন, এই গ্রামের মানুষ এত বোকা না।  ধন্যবাদ জানায়, ৩নং ওয়ার্ড মেম্বার সৈয়দ আলাউর সাহেব কে, সৈয়দপুর সাধারণ পাঠাগারে সৈয়দপুর বাসীদের সামনে সুন্দর ভাবে চোর বাটপারদের দুর্নীতি তুলে ধরার জন্য।  এই অঞ্চলের চেয়ারম্যান ও মেম্বার রাজনীতিবিদ সকলের সাথে কথা বলে যেটি বুঝলে পারলাম এইসব বাটপারি ছাড়া আর কিছু না।  কিছুদিন ধরে লিটন তালুকদার দাবী করছেন উনি এই কাজ

Pi Network

Image
পাই কারেন্সি মার্কেটের অন্য মুদ্রাগুলোর থেকে একদম আলাদা। এটার আবিস্কারক ড. নিকোলাস সহ এর সাথে জড়িত কোর টিম এখনো কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এটাকে প্রতিষ্ঠা করার জন্য। সাধারণত ক্রিপ্টোকারেন্সি তৈরি ও লেনদেন মোটেও সহজ কোন বিষয় নয়। তবে সেই সমস্যা সমাধানের জন্য পাই এর আবিষ্কার, তাই পাই হচ্ছে ডিজিটাল মুদ্রার ভবিষ্যৎ পৃথিবীতে এখনো কোন কোম্পানি ১ বছর ৪ মাস সময়ের ভিতর ৭০ লক্ষ ইউজার তৈরি করতে পারেনি, কিন্তু পাই পেরেছে। পাই নেটওয়ার্কের মূল উদ্দেশ্য হচ্ছে যেন পৃথিবীর সকল দেশের মানুষ এই একটা মুদ্ৰায় লেনদেন করতে পারে। তাই পাইকে টাকায় বা ডলারে রূপান্তর করার থেকে এটার বিনিময়ে পণ্য ক্রয়/বিক্রয় বেশি গুরুত্বপূর্ন। পাই নেটওয়ার্ক এখন ফেজ-২ তে আছে, অর্থাৎ এখনই এটার ভ্যালু তৈরির সময়। আর সেই উদ্দেশ্যে ইউরোপ ও আমেরিকায় পাই এর বিনিময়ে বিভিন্ন পণ্য ক্রয়/বিক্রয় হচ্ছে। যেহেতু সবার জন্য এখনো KYC উন্মুক্ত হয়নি তাই সীমিত সংখ্যক পাইওনিয়ার এই কেনাকাটায় অংশগ্রহণ করছে। KYC প্ৰক্ৰিয়া যেহেতু একটু কঠিন তাই সবার জন্য এই মুহূর্তে এটা উন্মুক্ত করতে পারছে না কোর টিম। পাই নেটওয়ার্ক এর ফেজ-৩ অর্থাৎ বিকেন্দ্র

এক এক বেঞ্চের বন্ধুরা এক এক ভিন্ন শহরে

Image
  এই জীবনের মনে হয়না, সবাই আবারো এক সঙ্গে কোথাও ঘুরতে হওয়া যাবে৷  সময় যেতো যাচ্ছে সবাই নিজ কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে,  স্কুল জীবন শেষ করেও, আমরা সবাই একসাথে ছিলাম,  পরে কলেজ ভিন্ন হতে পারে, কিন্তু আমরা এক সঙ্গে ছিলাম।  অনেকেই জীবিকার জন্য ভালো লাইফ লিড করার জন্য ভিন্ন শহরে,  এক হতে চাইলও কেউ এক হতে পারবো না। সোনালী জীবন বড্ড মিস করি,  কখনও ভাবিনি একদিন এক এক বেঞ্চের বন্ধুরা এক এক ভিন্ন শহরে।  দোয়া করি সবাই যেন ভালো থাকিস।  এস,এস,সি ব্যাচ:- ২০১৬ (সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়)