এক এক বেঞ্চের বন্ধুরা এক এক ভিন্ন শহরে

 

এই জীবনের মনে হয়না, সবাই আবারো এক সঙ্গে কোথাও ঘুরতে হওয়া যাবে৷

 সময় যেতো যাচ্ছে সবাই নিজ কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, 

স্কুল জীবন শেষ করেও, আমরা সবাই একসাথে ছিলাম, 

পরে কলেজ ভিন্ন হতে পারে, কিন্তু আমরা এক সঙ্গে ছিলাম। 

অনেকেই জীবিকার জন্য ভালো লাইফ লিড করার জন্য ভিন্ন শহরে, 

এক হতে চাইলও কেউ এক হতে পারবো না। সোনালী জীবন বড্ড মিস করি, 

কখনও ভাবিনি একদিন এক এক বেঞ্চের বন্ধুরা এক এক ভিন্ন শহরে। 

দোয়া করি সবাই যেন ভালো থাকিস। 


এস,এস,সি ব্যাচ:- ২০১৬ (সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়) 





Comments

Popular posts from this blog

আমার প্রানপ্রিয় গ্রাম সৈয়দপুরের ইতিহাস।

Pi Network

এম এ মান্নান কাছ থেকে টাকা বিনিময় কাজ আনা যায় বলে দাবী করেছেন তেঘরিয়া গ্রামের বাসিন্দা লিটন আহমদ তালুকদার