Pi Network
পাই কারেন্সি মার্কেটের অন্য মুদ্রাগুলোর থেকে একদম আলাদা। এটার আবিস্কারক ড. নিকোলাস সহ এর সাথে জড়িত কোর টিম এখনো কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এটাকে প্রতিষ্ঠা করার জন্য। সাধারণত ক্রিপ্টোকারেন্সি তৈরি ও লেনদেন মোটেও সহজ কোন বিষয় নয়। তবে সেই সমস্যা সমাধানের জন্য পাই এর আবিষ্কার, তাই পাই হচ্ছে ডিজিটাল মুদ্রার ভবিষ্যৎ পৃথিবীতে এখনো কোন কোম্পানি ১ বছর ৪ মাস সময়ের ভিতর ৭০ লক্ষ ইউজার তৈরি করতে পারেনি, কিন্তু পাই পেরেছে। পাই নেটওয়ার্কের মূল উদ্দেশ্য হচ্ছে যেন পৃথিবীর সকল দেশের মানুষ এই একটা মুদ্ৰায় লেনদেন করতে পারে। তাই পাইকে টাকায় বা ডলারে রূপান্তর করার থেকে এটার বিনিময়ে পণ্য ক্রয়/বিক্রয় বেশি গুরুত্বপূর্ন। পাই নেটওয়ার্ক এখন ফেজ-২ তে আছে, অর্থাৎ এখনই এটার ভ্যালু তৈরির সময়। আর সেই উদ্দেশ্যে ইউরোপ ও আমেরিকায় পাই এর বিনিময়ে বিভিন্ন পণ্য ক্রয়/বিক্রয় হচ্ছে। যেহেতু সবার জন্য এখনো KYC উন্মুক্ত হয়নি তাই সীমিত সংখ্যক পাইওনিয়ার এই কেনাকাটায় অংশগ্রহণ করছে। KYC প্ৰক্ৰিয়া যেহেতু একটু কঠিন তাই সবার জন্য এই মুহূর্তে এটা উন্মুক্ত করতে পারছে না কোর টিম। পাই নেটওয়ার্ক এর ফেজ-৩ অর্থাৎ বিকেন্দ্র...